Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্যামনগরে মতবিনিময় সভা

| প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা থেকে : সাতক্ষীরার শ্যামনগরে ‘তাপমাত্রা বৃদ্ধি ও উপকূলীয় অঞ্চলে গ্রামীণ নারীর টিকে থাকার সংগ্রাম’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টায় শ্যামনগর পাবলিক লাইব্রেরি মিলনাতনে গবেষণা প্রতিষ্ঠান বারসিক এই সভার আয়োজন করে। সভায় শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের সদস্য দেলায়ারা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থা শ্যামনগর উপজেলা শাখার চেয়ারম্যান শাহানা হামিদ। সভায় শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ও রমজাননগর ইউনিয়নে পরিচালিত ‘তাপমাত্রা বৃদ্ধি ও উপকূলীয় অঞ্চলে গ্রামীণ নারীর টিকে থাকার সংগ্রাম’ বিষয়ক একটি সমীক্ষা প্রতিবেদন উপস্থাপন করেন বারসিক কর্মকর্তা মফিজুর রহমান। পরে মননজয় মন্ডলের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন-শ্যামনগর উপজেলা সমবায় কর্মকর্তা আকরাম হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিসিন বিশেষজ্ঞ ডা. আব্দুর রাজ্জাক, উপজেলা জনসংগঠন সমন্বয় কেন্দ্রের সভাপতি সিরাজুল ইসলাম, কৃষাণী ফরিদা পারভীন, অল্পনা রানী, সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিমের সভাপতি মারুফ হোসেন মিলন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সভা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ