Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ভাষা হোক উন্মুক্ত

| প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

বাংলা ভাষার জন্য আত্মদান পৃথিবীর কাল পরিক্রমায় বিরল এক দৃষ্টান্ত। কিন্তু বড় আক্ষেপের বিষয়, স্বাধীনতার ৫০ বছর পরেও সময়ের তুলনায় বাংলা ভাষায় সেই অর্থে তেমন কোনো অগ্রগতি হয়নি। উচ্চ শিক্ষা ও গবেষণায় বাংলা ভাষার প্রসার নেই বললেই চলে। বিশ্বের উন্নত দেশসমূহে তো বটেই বাংলাদেশের সমসাময়িক দেশগুলোতেও তাদের নিজেদের মাতৃভাষায় দর্শন, বিজ্ঞান, চিকিৎসাশাস্ত্র, প্রকৌশলবিদ্যার মতো বিষয়গুলো পড়ানো হয়। কিন্তু গবেষণার ক্ষেত্রে তো বাংলা ভাষা এক রকম অঘোষিতভাবে অগ্রহণযোগ্য হয়ে আছে। বলা হয়ে থাকে, বাংলাতে বিষয়বস্তুর উৎসের অভাব, নেই বললেই চলে; উৎস থাকবেই বা কেন, সেই অর্থে তো চর্চায় হয়নি; নানামুখী জ্ঞানের মৌলিক বিষয়গুলোর তো অনুবাদই হয়নি। অমর একুশের আত্মত্যাগী শহীদদের আত্মদান বাংলা ভাষার পূর্ণাঙ্গ প্রতিষ্ঠা করতে পারলেই তা সার্থক হবে, অন্যথায় এই মহান শহীদদের আত্মদানের মহৎ উদ্দেশ্য সাধন হবে না। তাই আমাদের প্রাণের ভাষা, মায়ের ভাষা বাংলা ভাষার পূর্ণ মর্যাদা প্রতিষ্ঠিত করতে হলে সর্বক্ষেত্রে মাতৃভাষার চর্চা ও প্রতিষ্ঠা করতে হবে। তা করা গেলেই মূলত আত্মত্যাগী বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন পূর্ণতা পাবে। সর্বোপরি বাংলা ভাষার মর্যাদা রক্ষা করা উচিত আমাদের সবার। তাই আমরা চাই, ভাষা হোক উন্মুক্ত, বাংলা হোক জ্ঞান-বিজ্ঞানের সর্বত্র ব্যবহারের উপযোগী।

হাছিব আহমদ
শিক্ষার্থী, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন