Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

স্বাস্থ্য প্রকাশনা

| প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০৩ এএম

চিকিৎসক, লেখক ও কলামিস্ট ডা. মো. ফারুক হোসেনের স্বাস্থ্য বিষয়ক নতুন বই “দাঁত মুখ ও শরীরের স্বাস্থ্যকথা” ২০২৩ সালের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে “নবরাগ প্রকাশনী”। মেলায় সোহরাওয়ার্দী উদ্যানে ৩৬৭ ও ৩৬৮ নং স্টলে বইটি পাওয়া যাচ্ছে। বইমেলা শেষে পাঠকরা অনলাইনে রকমারি ডট কম থেকেও সহজেই বইটি সংগ্রহ করতে পারবেন। শরীরের স্বাস্থ্য ভালো রাখতে হলে দাঁত ও মুখের স্বাস্থ্য ভালো রাখতে হবে। সুস্থ দাঁত ও মুখ হলো সুস্থ শরীরের প্রতিচ্ছবি। শরীরের বিভিন্ন রোগের সাথে দাঁত ও মুখের রোগের যোগসূত্র রয়েছে। বইটিতে দাঁত ও মুখের রোগ ছাড়াও শরীরের বিভিন্ন রোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ঘাতক ব্যাধিতে আক্রান্ত রোগীদের দাঁত ও মুখের চিকিৎসার সময়ে সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে সহজ ভাষায় দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। সাধারন জনগনের সচেতনতার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষায় করনীয় সম্পর্কে আলোকপাত করা হয়েছে। বইটি সমাজের সর্বস্তরের মানুষের উপকারে আসবে এতে কোন সন্দেহ নেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন