বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নেছারাবাদ উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে আন্ত জেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পশ্চিম সোহাগদল গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি শুটার গান, দুই রাউন্ড গুলি, ৫টি ককটেলসহ বিভিন্ন প্রকারের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য মোতাবেক তাদের অন্যান্য সহযোগীদের গ্রেফতারের জন্য পুলিশ ব্যাপক অভিযান চালায়।
সূত্রে জানাযায়, মঙ্গলবার রাতে উপজেলার সোহাগদল ও সুটিয়াকাঠী এলাকায় টহল দিচ্ছিল পুলিশ। উপজেলার সোহাগদল ইউনিয়নের পশ্চিম সোহাগদল গ্রামের কাঞ্চন খলিফার ছেলে নাদিমের ঘরে অনেক অপরিচিত লোকজনের আনাগোনার খবর পায় পুলিশ। বিষয়টি থানার ওসি জানতে পেরে তিনি পুলিশ ফোর্সসহ ওই বাড়ীতে অভিযান চালায়। এসময়, কোটালিপাড়া উপজেলার রাধাগঞ্জ ডুমুরিয়ার তুহিন শেখের ফরিদ ইসলাম (২৭), বরিশালের মসিয়াদি এলাকার আলি আজিম এর ছেলে লিটন ওরফে বেকা লিটন (৩৫), নেছারাবাদ উপজেলার সুটিয়াকাঠী গ্রামের মকবুল বালির ছেলে মোঃ শাহিন বালি (৩৩), পশ্চিম সোহাগদল গ্রামের কাঞ্চন খলিফার ছেলে নাদিম খলিফা (২৪), কোটালিপাড়া উপজেলার নারিকেল বাড়ী এলাকার ছিদ্দিক সিকদারের ছেলে সবুজ সিকদার (৩৯)কে গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি শুটার গান, দুই রাউন্ড গুলি, ৫টি ককটেল, দা, শাবল, রেইঞ্জ, হ্যাক্স বেøডসহ বিভিন্ন প্রকারের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য অনুযায়ী তাদের দলিয় অন্যান্য সদস্যদের গ্রেফতারের জন্য বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।
নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন জানান, বিভিন্ন এলাকার সচেতন মানুষের কাছে থানার সকল অফিসারদের মোবাইল নাম্বার দেওয়া রয়েছে। কোথাও কোন প্রকার অঘটন ঘটার সাথে সাথে পুলিশ তথ্য পেয়ে যায়। তথ্য পাওয়ার সাথে সাথে আমরা তাৎক্ষনিক দ্রæত আইনগত ব্যবস্থা গ্রহন করি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।