Inqilab Logo

শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

বই বিমুখ তরুণ প্রজন্ম

| প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

বাংলা সাহিত্য ও বইপ্রেমীদের সবচেয়ে বড় আয়োজন হচ্ছে ‘অমর একুশে বইমেলা’। মেলা চলছে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে, যার সূচনা ১৯৭২ সালে বাংলা একাডেমি কর্তৃক। বাংলা সাহিত্য, সংস্কৃতির সম্প্রসারণ এবং জাতির মেধা ও মননের আঁতুড়ঘর হিসেবে অমর একুশে বইমেলার গুরুত্ব অপরিসীম হলেও শিশু, তরুণ প্রজন্ম ও বইপ্রেমীরা দিনদিন যেন বই বিমুখ হয়ে পড়ছে। ইদানিং তারা মোবাইল ও ইন্টারনেটের দিকে ব্যাপক হারে ঝুঁকছে, প্রযুক্তির অতিরিক্ত ও অপব্যবহারের ফলে আমাদের সামাজিক, মানসিক, নৈতিক মনোভাব, দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটছে এবং এর নেতিবাচক প্রভাব পড়ছে সর্বত্র। মেলা প্রতিদিন লোকে লোকারণ্য হলেও ক্রেতার সংখ্যা যেন আমাবস্যার চাঁদ। সকলেই ব্যস্ত ঘুরোঘুরি ও ছবি তোলায়, ফলে বইয়ের স্টলগুলো ফাঁকা। একটি দেশের ইতিহাস, ঐতিহ্য, ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ভৌগোলিক অবস্থান এবং বিশ্ব সম্পর্কে জানতে বই পড়ার কোনো বিকল্প নেই। সকলেই বেশি বেশি বই কিনি এবং পড়ার অভ্যাস গড়ে তুলি। আপনার পছন্দের বইটি কোনো না কোনো স্টলে অবশ্যই আছে। তাই, তারুণ্যের অঙ্গীকার, বই হোক হাতিয়ার।

দেলোয়ার হোসেন
শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন