Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি

| প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

আজকাল দ্রব্যমূল্যের বৃদ্ধির ঘটনা যেন কোনো অস্বাভাবিক বিষয় নয়। সংবাদপত্রের পাতা খুললেই দেখা যায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের ঊধ্বর্গতির খবর। ভঙ্গুর অর্থনীতি আর অনিয়ন্ত্রিত বাজার ব্যবস্থা সাধারণ মানুষকে ঠেলে দিচ্ছে দারিদ্রতার মুখে। বাজারে এমন কোনো দ্রব্য নেই যার মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি পায়নি। চাল, ডাল, তেল, চিনি, ডিম, শাক-সবজি, মুরগী ও গরুর মাংস ইত্যাদিসহ বস্ত্র, অন্যান্য যন্ত্রপাতি এবং কাঁচামাল সবকিছুর মূল্য এখন লাগামহীন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব তেল, গ্যাসের উপর পড়তে পারে। কিন্তু ডিম, শাক-সবজি, মুরগি ও গরুর মাংসের উপর প্রভাব বিস্তার করল কে? সরকার মূল্য নির্ধারণ করে দিলেও বিক্রি হচ্ছে চওড়া দামে। এটাই হলো সিন্ডিকেট, কালোবাজারি, দুর্নীতিবাজ আর মজুমদারদের কারচুপি। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। স্বল্প আয়ের মানুষ ও মধ্যবিত্তদের বাজারে গেলে মাথায় হাত। হিমশিম খেতে হয় নিজেদের পরিবারের প্রয়োজনটুকু মেটাতে। এগুলো দেখার যেন কেউ নেই? ভোক্তা অধিকার কতৃপক্ষ কতটুকু সোচ্চার? তাই অনতিবিলম্বে সরকারকে বাজার স্বাভাবিক রাখার জন্য অনুরোধ করছি।

মোহাম্মদ আল-আমিন
শিক্ষার্থী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন