Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

বাগেরহাটে ডাকাতির প্রস্তুতি কালে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:২৭ পিএম

বাগেরহাটে ডাকাতির প্রস্তুতি কালে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ ফেব্রæয়ারী) গভীর রাতে বাগেরহাট-খুলনা মহাসড়কের যৌখালী ব্রীজ এলাকা থেকে একটি মিনি ট্রাকসহ তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতি করার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক এই তথ্য জানান।
তিনি বলেন, বাগেরহাট সদর থানা টহল পুলিশ বাগেরহাট-খুলনা মহাসড়কের যৌখালী খালী ব্রিজ এলাকা দিয়ে বেপরওয়া গতিতে একটি ট্রাক চালিয়ে যেতে দেখে তাদের থামার জন্য সংকেত দেয়। ট্রাকটি না থেকে দ্রæত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ধাওয়া করে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গাজীপুর জেলার শ্রীপুর থানার
বদনীভাঙ্গা গ্রামের শরাফত আলীর ছেলে মো: আজহারুল ইসলাম(৩১), সিরাজগঞ্জ জেলার থানার জোনাকিগাতী গ্রামের ফজলার রহমানের ছেলে সামিদুল ইসলাম(৩২), সিরাজগঞ্জ সদর থানার পাইকপাড়া গ্রামের আ: হাকিমের ছেলে আ: রাজ্জাক মন্ডল(৩৭), কুড়িগ্রাম জেলার উলিপুর থানার পারুল গ্রামের মৃত সেকেন্দার বেপারির ছেলে
আব্দুর রহিম(৩৬) ও বাগেরহাট সদর উপজেলার কৃষ্ণনগর শামীম আহসান খান মিলনের ছেলে মঈন খান অনিকে(২৪) আটক করা হয়।
আটককৃতদের কাছ থেকে ১টি মিনি ট্রাক, কাঠের বাটসহ ২টি রামদা, ১টি ধারালো অস্ত্র, ৫ টি লোহার পাইপ, ১ টি তাঁর কাঁটার যন্ত্র, কিছু পিকেট ও রশিসহ বেশ কিছু ব্যবহৃত জিনিস উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ