Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাবির ভর্তি পরীক্ষার্থীদের ভোগান্তি সিলেটে বাস ধর্মঘট

প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সিলেট অফিস : সিলেটে অনির্দিষ্টকালের জন্য ডাকা দূরপাল্লার বাস ধর্মঘটের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের ভোগান্তি হয়েছে। আজ শুক্রবার (২৩ সেপ্টেম্বর) থেকে প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হবে। কিন্তু সড়কে গাড়ি ভাঙচুরের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার ভোর থেকে সিলেটে শুরু হয় অনির্দিষ্টকালের দূরপাল্লার বাস ধর্মঘট। ফলে সিলেট টার্মিনাল থেকে ছেড়ে যায়নি কোনো দূরপাল্লার বাস। এমতাবস্থায় বিপাকে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীরা।
বাস না পেয়ে তারা বিকল্প মাধ্যমে ঢাকা যাওয়ার চেষ্টা করেন। অনেকে মাইক্রো করে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করেন। আবার কেউ বসে আছেন ট্রেনে সিলেট ত্যাগ করার। গতকাল সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় গিয়ে দেখা গেছে এমন চিত্র।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢাবির ভর্তি পরীক্ষার্থীদের ভোগান্তি সিলেটে বাস ধর্মঘট
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ