Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরিশাল চলছে বাস ধর্মঘট, বিপাকে পর্যটকরা

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০১৮, ২:৩৪ পিএম

অবৈধভাবে চাঁদা তোলার প্রতিবাদে বরিশাল বিভাগীয় মালিক-শ্রমিক সমন্বয় ঐক্য পরিষদের ডাকে পটুয়াখালীতে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে। আজ বুধবার সকাল ৬টা থেকে এ ধর্মঘট শুরু হয়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পর্যটকসহ বিভিন্ন গন্তব্যে যাওয়া যাত্রীরা।
কুয়াকাটাগামী এক পর্যটক মো. আল-আমিন বলেন, আমরা চার বন্ধু আজ বুধবার কুয়াকাটা যাওয়ার জন্য পটুয়াখালী এসেছিলাম। কিন্তু ধর্মঘটের কারণে কুয়াকাটা যেতে পারছি না। অনেক ঝামেলায় পড়ে গেলাম।
বরিশাল থেকে আসা যাত্রী মো. মিরাজুল ইসলাম বলেন, সকালে পরিবার নিয়ে বরিশাল থেকে কলাপাড়া যাওয়ার জন্য রওনা হই। ধর্মঘটের কারণে বাস চলাচল বন্ধ থাকায় যেখানে ৪০ টাকা বাস ভাড়া দিয়ে যাওয়া যেত সেখানে অটো, মাহিন্দ্র ও মোটরসাইকেলে ৮০ থেকে ১০০ টাকা নিচ্ছে। অন্যদিকে ৫ টাকার ট্রলার ভাড়া নিচ্ছে ২০ টাকা। সব দিকে আমরা যাত্রীরাই হয়রানির স্বীকার হচ্ছি।
সম্রাট পরিবহনের চালক মো. দুলাল গাজী বলেন, আমাদের লাভের জন্য নেতারা ধর্মঘটের ডাক দিয়েছে। তাই আমরা ধর্মঘট পালন করছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাস ধর্মঘট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ