Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিঠিপত্র

| প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০১ এএম

রাস্তা সংস্কার চাই

লক্ষীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার অন্তর্গত হাজিরপাড়া-চৌপল্লী সড়কের ৪ কিলোমিটার রাস্তা বহুদিন ধরে সংস্কারহীন, জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। রাস্তার দু’ধারে অবস্থিত প্রায় চার থেকে পাঁচ হাজার পরিবারের বিশ হাজারের অধিক মানুষ এই সড়ক দিয়ে চলাফেরা করছে। রাস্তার পাশে অবস্থিত বিশাল একটি দাখিল মাদরাসা, বাজারের উপরে একটি উচ্চ বিদ্যালয়, তিনটি কিন্ডারগার্টেন স্কুল, দুইটি নূরানী ও হাফেজি মাদরাসা এবং মা ও শিশু হাসপাতাল। এই সব প্রতিষ্ঠানে দৈনিক প্রায় চার থেকে পাঁচ হাজার মানুষ নিয়মিত যাতায়াত করে। প্রতিনিয়ত ছাত্রছাত্রীদের ঝুঁকি নিয়ে এই রাস্তায় যাতায়াত করতে হচ্ছে। মা ও শিশু হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসা শিশু ও গর্ববতী মায়েদের এ রাস্তায় চলাচল করতে খুবই কষ্ট হয়। বর্ষাকালে রাস্তার বিভিন্ন জায়গায় পানি জমে, গর্তগুলো পানিতে ভর্তি হলে সড়ক দুর্ঘটনার মতো মারত্মক বিপদের সম্মুখীন হতে হয় এই জনপদের নিরীহ মানুষদের। তাছাড়া প্রসব যন্ত্রণায় ভোগা একজন রোগীকে এই রাস্তায় যাতায়াত করতে অবর্ণনীয় কষ্ট পোহাতে হয়। গ্রীষ্মকালে ইটভাটার কোম্পানিগুলো বিভিন্ন ফসলী জমি থেকে মাটি তুলে নিয়ে রাস্তার দু’ধারের পথ সংকীর্ণ ও ধুলোবালি উড়িয়ে মানুষের কষ্ট আরো বাড়িয়ে তোলে। তাই এই অঞ্চলের মানুষের দাবি, হাজিরপাড়া-চৌপল্লী রাস্তাটি দ্রুত সংস্কার করা হোক। পাশাপাশি ইটভাটার মাটি বহনকারী ট্রাক ও পিকআপ চলাচল বন্ধ করে জনগণের স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিত করা একান্ত জরুরি। এক্ষেত্রে জেলা ও উপজেলার স্থানীয় প্রতিনিধিদের সড়ক সংস্কারের বিষয়টি সুনজরে দেখার বিনীত নিবেদন করছি।

মো. ইয়াছিন আরাফাত
শিক্ষার্থী, ইসলামি বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন