Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিঠিপত্র

| প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

মশার উপদ্রব বাড়ছে

সম্প্রতি শহরাঞ্চলে মশার উপদ্রব বৃদ্ধি পেয়েছে। সেমিপাকা ঘর হতে বিল্ডিয়ের উঁচুতলা, সবখানে মশার উপদ্রব। মশার সাথে সাথে বাড়ছে ডেঙ্গু রোগও। সন্ধ্যা হলেই মশার উৎপাত শুরু হয়। মশার বৃদ্ধির অন্যতম কারণ যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা। বিশেষ করে শহরাঞ্চলের অনেক বাসা-বাড়ি থেকে পাশের নালায় মামলা ফেলা হয়। আবার কোথাও কোথাও জমে থাকা ময়লা-আবর্জনায় পরিপূর্ণ ঝোপ-ঝাড় থেকেও মশাদের বংশবিস্তার ঘটছে। কিন্তু যে হারে মশাদের বংশবিস্তার ঘটছে, সেই তুলনায় মশক নিধনের ব্যবস্থা চোখে পড়ে না। তাই এ ব্যাপারে প্রশাসনের পাশাপাশি আমাদের নিজেদেরও সচেতনতা বৃদ্ধি করতে হবে। নিজেদের ক্ষতি যাতে নিজেরা না করি সেজন্য যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা হতে বিরত থাকতে হবে।

টি এইচ মাহির
চট্টগ্রাম, বাংলাদেশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন