পবিত্র লাইলাতুল বরাত
আজ দিবাগত রাত পবিত্র লাইলাতুল বরাত। পরম করুণাময় আল্লাহতায়ালা তার বান্দাদের গুনাহ মাফ, বিপদমুক্তি ও
সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের শরণখোলা উপজেলায় ব্যাঙের ছাতার মতো যত্রতত্র গজিয়ে উঠেছে অর্ধশতাধিক অবৈধ করাতকল। নিয়ম নীতির তোয়াক্কা না করে বনবিভাগ ও পরিবেশ অধিদপ্তরের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে কতিপয় প্রভাবশালী ব্যক্তি এসব করাতকল স্থাপন করেছে। সংরক্ষিত বনের ১০ কিলোমিটারের মধ্যে কোনো করাতকল স্থাপন করা আইনত নিষিদ্ধ। সেই হিসেবে এ উপজেলায় কোনো করাতকল স্থাপন থাকতে পারে না। অথচ, প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্য দিবালোকে এসব করাতকল চলছে। ব্যবস্থা নিতে উদাসীন প্রশাসন। এসব করাতকলে আবার চেরা হচ্ছে ফলজ, বনজসহ নানা প্রজাতির গাছ, যা পরিবেশের জন্য ক্ষতিকর। তবে অবৈধ করাতকল টিকিয়ে রাখতে রয়েছে আবার মালিক শ্রমিক সমিতিও, যার সাথে ক্ষমতাসীন দলের নেতারাও রয়েছেন। সুন্দরবন ও আশেপাশের পরিবেশ রক্ষায় এসব অবৈধ করাতকল বন্ধ্যে দ্রæত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকষর্ণ করছি।
মো. সাব্বির হোসেন
শিক্ষার্থী, শরণখোলা সরকারি ডিগ্রি কলেজ, বাগেরহাট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।