Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলা ভাষা চর্চা

| প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

বাংলা আমাদের মাতৃভাষা। ১৯৫২ সালে যে ভাষার জন্য বাংলার মানুষ সংগ্রাম করে অকাতরে প্রাণ দিয়েছে। যে ভাষা আন্দোলনের ফলে আমরা পেয়েছি একটি স্বাধীন রাষ্ট্র। কিন্তু দুঃখের বিষয় ভাষা আন্দোলনের একশ’ বছর হয়নি, কিন্তু এর মধ্যেই আমরা তা ভুলতে বসেছি। প্রতিনিয়ত কথা বলার সময় নিজেদের আধুনিক প্রমাণ করার জন্য বাংলা ইংরেজি মিলিয়ে বাংলিশ ভাষা ব্যবহার করছি। বলার সাথে সাথে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলিশ লেখাতেও অভ্যস্ত হয়ে পড়েছি। বাংলা ভাষা সংকট আরো প্রকট মনে হয় তখন, যখন দেখা যায় ইংরেজি বর্ণমালায় লেখা হচ্ছে বাংলা শব্দ। এই প্রজন্মের কাছে এটা তেমন কোনো সমস্যা না হলেও পরবর্তী প্রজন্মের সামনে এ সমস্যা আরো বেশি প্রকট আকার ধারণ করবে। ইন্দোনেশিয়ায় যেমন নতুন প্রজন্ম নতুন করে নিজেদের মাতৃভাষা শিখছে, তেমনি বাংলাদেশেও এমন দিন আসতে পারে যে, বাঙালিরা নতুন করে নিজেদের মাতৃভাষা বাংলা শিখছে। তাই এখনই উচিত বাংলা ভাষা রক্ষায় সকলের সচেতন হওয়ার।

রোকাইয়া মাহজাবিন
শিক্ষার্থী, জগন্নাথ বিশ্বববিদ্যালয়



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন