Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুলবাড়ীতে ছয় জুয়াড়ী আটক

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:০৫ পিএম

দিনাজপুরের ফুলবাড়ীতে ছয়জন জুয়াড়ীতে আটক করেছে পুলিশ। রোববার রাত ৮টায় উপজেলার দৌলতপুর ইউনিয়নের জয়নগর মোড়ে বকুলের ইট ভাটার নিকট একটি আমবাগানে জুয়া খেলার সময় তাদের আটক করা হয়।

এ ঘটনায় ফুলবাড়ী থানার উপ-পুলিশ পরিদর্শক রেজাউল ইসলাম বাদি হয়ে ফুলবাড়ী থানায় জুয়া আইনে একটি মামলা দায়ের করেছেন।

আটক জুয়াড়ীরা হলেন উপজেলার দৌলতপুর ইউনিয়নের জয়নগর গ্রামের মৃত নুরল ইসলামের ছেলে ইউনুস আলী (৫২) একই এলাকার মিস্টার হিমচন্দ্র হেমরমের ছেলে মিস্টার জুয়েল হেমরম (২৩), মৃত সিদ্দিকুর রহমানের ছেলে আব্দুস সালাম (৭০) ঘোনাপাড়া গ্রামের নজিম উদ্দিনের ছেলে হাফিজুর রহমান (৪০), একই এলাকার নজরুল ইসলামের ছেলে আব্দুল আজিজ (৫৫) ও নবীর উদ্দিনের ছেলে গোলজার রহমান (৪০)।

ফুলবাড়ী থানার ওসি আশ্রাফুল ইসলাম বলেন জুয়াড়ীরা জয়নগর মোড় এলাকায় দির্ঘদিন থেকে অবৈধ্য ভাবে জুয়ার আসর বসিয়ে আসছে। গোপন সংবাদেও ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে জুয়াড়ীদের আটক করে জুয়ার আসরে থাকা নগদ টাকাসহ জুয়া খেলার তাস উদ্ধার করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক

২২ ফেব্রুয়ারি, ২০২৩
২১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ