পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
ইনকিলাব ডেস্ক : অস্বাভাবিকহারে শেয়ার দর বৃদ্ধির কারণ খতিয়ে দেখতে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এগুলো হলো: ঝিলবাংলা সুগার, শ্যামপুর সুগার, মেঘনা পেট, মেঘনা কনডেন্সড মিল্ক, ইমাম বাটন, ফাইন ফুডস এবং বিডি অটোকারস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, স¤প্রতি উল্লেখিত কোম্পানির শেয়ার অস্বাভাবিকহারে বৃদ্ধি পেয়েছে। এ বিষয়ে স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে নোটিশ দেয়া হলেও দর বাড়ার পেছনে কোনো কারণ নেই বলে জানায় কোম্পানিগুলো। কিন্তু শেয়ার দর বৃদ্ধির হার কমছে না। আর তাই এসব কোম্পানির বিরুদ্ধে গত ২২ ডিসেম্বর তদন্ত কমিটি গঠন করে উভয় স্টক এক্সচেঞ্জে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে বিএসইসি। বিশ্লেষণে দেখা গেছে, গত এক মাসে ১৯ কার্যদিবসে ঝিলবাংলার শেয়ার দর ১৯.৮০ টাকা থেকে বেড়ে ৪৬ টাকায় অবস্থান করছে। শ্যামপুর সুগারের শেয়ার দর ১৩ টাকা থেকে ২২ টাকায় উন্নীত হয়েছে। মেঘনা পেটের শেয়ার দর ৫.৪০ টাকা থেকে বেড়ে ৭.৪০ টাকায় অবস্থান করছে। মেঘনা কনডেন্সড মিল্কের শেয়ার দর ৬.৯০ টাকা থেকে বেড়ে ৯.১০ টাকায় অবস্থান করছে। ইমাম বাটনের শেয়ার দর ১১.১০ টাকা থেকে বেড়ে ১২.৮০ টাকায় উন্নীত হয়েছে। ফাইন ফুডসের শেয়ার দর ২০.৭০ টাকা থেকে ২৩.৫০ টাকায় অবস্থান করছে। সর্বশেষ বিডি অটোকারসের শেয়ার দর গত তিন মাসের ব্যবধানে ৪৬ টাকা থেকে প্রায় ৮০ টাকায় অবস্থান করছে। -ওয়েবসাইট
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।