Inqilab Logo

রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

চিঠিপত্র

| প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

কুবিতে চালক সঙ্কট

কুমিল্লা বিশ্ববিদ্যালয়, যেখানে প্রতিবছর বছর প্রায় এক হাজারেরও বেশি শিক্ষার্থী ভর্তি হয়। ছেলেদের জন্য ৩টি ও মেয়েদের জন্য ২টি আবাসিক হলের ব্যবস্থা রয়েছে। কিন্তু শিক্ষার্থীদের অনুপাতে আবাসন ব্যবস্থা অপ্রতুল। তাই অধিকাংশ শিক্ষার্থীকে কুমিল্লা শহর ও ক্যাম্পাসের বাইরে অবস্থান করতে হয়। শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ১৬টি নীল বাস ও বিআরটিসির লাল বাস থাকলেও চালক সংকটে চলছে না বাস। অথচ, বর্তমান ও নতুন মিলে দিনদিন শিক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বাসের সংখ্যাও বাড়ানো উচিত। বিশেষ করে দুপুর ২টা ও বিকাল ৫টায় শিক্ষার্থীরা বাসায় ফেরার সময় চাপ থাকে বেশি। একদিকে বাস সংকট, অপরদিকে যে কয়টি বাস আছে, সেগুলোরও চালক সংকটে যাতায়াত বন্ধ। ফলে শিক্ষার্থীদের গাদাগাদি করে এবং ঝুঁকি নিয়ে ঝুলে ঝুলে গন্তব্যে পৌঁছাতে হয়। অতএব, চালক নিয়োগ দিয়ে সবগুলো বাস সচল করার জন্য বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের দৃষ্টি আর্কষণ করছি। একই সঙ্গে সময়ের চাহিদা অনুযায়ী আরো বাস ক্রয় করার উদ্যোগ নেয়ার আহ্বান জানাচ্ছি।

মোহাম্মদ আল-আমিন
শিক্ষার্থী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন