Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

হিন্দু পল্লীতে হামলার ঘটনায় নাসিরনগরে আ’লীগ নেতা গ্রেফতার

| প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়ীয়ার নাসিরনগরে হিন্দুদের বাড়িঘর, মন্দির ও স্থাপনা এবং মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনায় সাবেক সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক এবং প্রভাবশালী আওয়ামী লীগ নেতা আব্দুল আহাদকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাকে উপজেলা সদরের ঘোষপাড়া নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর জানান, হিন্দুদের মন্দির ও বাড়িঘরে ভাঙচুরের ঘটনায় আব্দুল আহাদের সম্পৃক্ততা ছিল বলে প্রমাণ রয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়। হামলার ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে দু’টি মামলা রয়েছে। জয়েন্ট ইন্টারোগেশন সেলে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে তাকে। ৩০ অক্টোবর নাসিরনগরে রসরাজ নামক এক যুবক তার নিজ ফেসবুকে পবিত্র কাবা শরীফের উপর শিব মুর্তি বসিয়ে ছবি পোস্ট করার ঘটনায় একদল লোক হিন্দুদের বাড়ি ঘর, মন্দির ও স্থাপনায় তা-ব চালায়। পুলিশ জানিয়েছে, তার ইন্ধনেই এসব ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি জিডিসহ আটটি মামলা হয়েছে। এ ঘটনায় ১০৫ জনকে গ্রেফতার করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাসিরনগর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ