Inqilab Logo

শনিবার, ২২ জুন ২০২৪, ০৮ আষাঢ় ১৪৩১, ১৫ যিলহজ ১৪৪৫ হিজরী

নারী শিশু নির্যাতন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২৩, ২:২১ পিএম

নারী শিশু নির্যাতন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মামুন খাঁকে (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। বৃহস্পতিবার দিবাগত রাতে নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ।


র‍্যাব-৩ এর অধিনায়ক জানান, গ্রেপ্তার আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার অপরাধের বিষয়টি স্বীকার করে। তার বিরুদ্ধে নড়াইল জেলা নড়াগাতী থানায় ২০০৭ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা হয়।


লে. কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, উক্ত মামলায় গ্রেপ্তার হয়ে জামিনে মুক্তি পায়। বর্তমানে উক্ত মামলায় হাজিরা না দেয়ায় গ্রেপ্তারী আদেশ হলে সে দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছে।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ