পবিত্র লাইলাতুল বরাত
আজ দিবাগত রাত পবিত্র লাইলাতুল বরাত। পরম করুণাময় আল্লাহতায়ালা তার বান্দাদের গুনাহ মাফ, বিপদমুক্তি ও
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাস কুষ্টিয়া ও ঝিনাইদহের শৈলকূপা উপজেলার কিছু অংশ নিয়ে অবস্থিত। অবস্থানগত কারণে এখানকার পানি তেমন ভালো নয়। মোটরের সাহায্যে তোলা পানিতে অতিরিক্ত আয়রন থাকায় পানি লাল বর্ণ ধারণ করে। এমনকি কিছু টিউবওয়েলের পানিতেও প্রচুর ময়লা এবং দুর্গন্ধ থাকে। তাই উপায়ান্তর না পেয়ে শিক্ষার্থীরা এসব পানিই পান করতে বাধ্য হচ্ছে। শিক্ষার্থীদের সুপেয় পানির জন্য অনুষদ ভবনের নিচ তলায় ২০১৭ সালে স্থাপন করা হয়েছিলো ‘ওয়াটার পিউরিফাইং প্লান্ট’। এর মাধ্যমে একাডেমিক ভবনে পানির সমস্যার অনেকটাই সমাধান হয়েছিলো। কিন্তু করোনা মহামারিতে দীর্ঘদিন বন্ধ থাকায় প্লান্টটি অকেজো হয়ে আছে। ক্যাম্পাস চালু হওয়ার পর বছর পেরিয়ে গেলেও সচল করা হয়নি ওয়াটার পিউরিফাইং প্লান্টটি। তাই সুপেয় পানির সঙ্কটে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। শিক্ষার্থীদের কষ্ট লাঘবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অবিলম্বে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
মাজিদুল ইসলাম উজ্জ্বল
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।