Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বইয়ের জয় হোক

কুমার পোদ্দার বলরাম | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

চিঠিপত্র

শুরু হয়েছে বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা। এত লোকের সমাগম নিঃসন্দেহে লেখক প্রকাশক ও আয়োজকদের মুখে হাসি ফোটায়। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ আলাদা। মেলায় আগন্তুকেরা যতোটা না বই কেনায় ব্যস্ত, তারচেয়ে অনেক বেশি ব্যস্ত নানাভঙ্গিতে মোবাইলে সেলফি তোলা আর লেখকদের অটোগ্রাফ নেওয়ায়। যত লোকের সমাগম তাদের পাঁচজন মিলে একটি করে বই কিনলেও মেলার প্রায় সব বই-ই শেষ হবার কথা। মেলার হোটেল রেস্টুরেন্ট এবং কফি শপে মানুষ লম্বা লাইন দিয়ে খাবার উপভোগ করছে। কিন্তু বইকেনার বেলায় এরকম কোনো লাইন চোখে পড়লো না। বই যে একেবারে বিক্রি হচ্ছে না, তা নয়। তবে সংখ্যায় খুবই কম। এটা আসলে প্রত্যাশিত না। এই মেলা তখনই স্বার্থক হবে যখন, রসনা বিলাসের পাশাপাশি বইয়ের স্বাদও গ্রহণ করবে মেলায় আগতরা। তাই আমাদের প্রত্যাশা থাকবে, বই কিনুন। বই পড়ুন। শুধু বই মেলা বা ফেব্রæয়ারি মাসে নয়, সারা বছর বই কেনার ও পড়ার অভ্যাস গড়ে তুলুন। বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখুন। বই হোক মানুষের নিত্যসঙ্গী। মেধাভিত্তিক বাংলাদেশ গড়ে উঠুক। বইয়ের জয় হোক। পৃথিবী বইয়ের হোক।

কর্মকারপাড়া, শেরপুর, বগুড়া



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন