Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিঠিপত্র

| প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

সড়ক মেরামত প্রসঙ্গে

চাঁদপুর জেলার শাহ্রাস্তি উপজেলার অন্তর্গত কসবা গ্রামের চিতোষী সুলতানিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা থেকে অব. বিগ্রেডিয়ার জেনারেল এম এইচ সালাউদ্দিন বাড়ি পর্যন্ত সড়কটি অত্র এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়ক। অন্যান্য গ্রামের সাথে সংযোগকারী এই সড়কটি দিয়ে প্রতিদিন প্রাইভেট কার পিকআপ, সিএনজি, অটোরিকশা, ভ্যানসহ ও অসংখ্য যানবাহন চলাচল করে। তাছাড়া প্রতিদিন হাজার পথচারী এই সড়কটি ব্যবহার করে। কিন্তু গত এক যুগে কোনো সংস্করণ না হওয়ায় সড়কের ইটগুলো খসে পড়ছে এবং কোনো কোনো স্থানের মাটি ভেঙে সড়কের অর্ধেক বিলীন হয়ে গেছে। অথচ এই রাস্তা দিয়ে বাজার, হাসপাতাল, স্কুল, কলেজ, মাদ্রাসায় যাতায়াত করার জন্য ব্যবহার মানুষ। কৃষকরা তাদের উৎপাদিত পণ্য পরিবহনের জন্য প্রয়োজনীয় যানবাহনের অভাবে অনেক পথ পায়ে হেঁটে অতিক্রম করে যাতায়াত করেন। রাস্তাটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে, ফলে যানবাহ তো দূরের কথা, পায়ে হেঁটে চলাই দুষ্কর। তাই অবিলম্বে সড়কটির সংস্কার সাধন করে অত্র এলাকার জনগণের দুর্দশা লাঘবের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি ।

ইসমাইল হোসেন
শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন