Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দাবানলে পুড়ছে চিলির সাড়ে ৬ লাখ একর বনভূমি; নিহত বেড়ে ২৪, দগ্ধ সহস্রাধিক

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৫২ এএম

চিলিতে দাবানল পরিস্থিতি লাগামহীন। গত কয়েকদিনে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে। এতে দগ্ধ হয়েছেন আরও অন্তত এক হাজার বাসিন্দা। খবর রয়টার্সের।

খবরে বলা হয়েছে, হাসপাতালে চিকিৎসা চললেও অন্তত ২৬ জনের অবস্থা এখনো সংকটাপন্ন। প্রাণহানি আরও বৃদ্ধির আশঙ্কা করেছেন ডাক্তাররা। গত পাঁচদিনে আগুনের লেলিহান শিখায় পুড়েছে দক্ষিণ-মধ্যাঞ্চলীয় চিলির কমপক্ষে ৮০০ ঘরবাড়ি-স্থাপনা। এছাড়া, ৬ লাখ ৬৭ হাজার একর বনভূমিতে জ্বলছে আগুন। রোববার (৫ ফেব্রুয়ারি) দেশটিতে সর্বোচ্চ ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক সপ্তাহ থাকবে এ বৈরী আবহাওয়া। সে কারণে দুর্যোগপূর্ণ চারটি প্রদেশে বৃদ্ধি করা হয়েছে জরুরি অবস্থার মেয়াদ। সোমবারের (৬ ফেব্রুয়ারি) মধ্যে প্রতিবেশী দেশগুলোর কাছ থেকে সহযোগিতা পাবে চিলি। দক্ষ জনবল এবং বিশেষায়িত হেলিকপ্টার‌ও দিচ্ছে প্রতিবেশী দেশগুলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চিলি

২২ জানুয়ারি, ২০১৬

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ