মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চিলিতে দাবানল পরিস্থিতি লাগামহীন। গত কয়েকদিনে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে। এতে দগ্ধ হয়েছেন আরও অন্তত এক হাজার বাসিন্দা। খবর রয়টার্সের।
খবরে বলা হয়েছে, হাসপাতালে চিকিৎসা চললেও অন্তত ২৬ জনের অবস্থা এখনো সংকটাপন্ন। প্রাণহানি আরও বৃদ্ধির আশঙ্কা করেছেন ডাক্তাররা। গত পাঁচদিনে আগুনের লেলিহান শিখায় পুড়েছে দক্ষিণ-মধ্যাঞ্চলীয় চিলির কমপক্ষে ৮০০ ঘরবাড়ি-স্থাপনা। এছাড়া, ৬ লাখ ৬৭ হাজার একর বনভূমিতে জ্বলছে আগুন। রোববার (৫ ফেব্রুয়ারি) দেশটিতে সর্বোচ্চ ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক সপ্তাহ থাকবে এ বৈরী আবহাওয়া। সে কারণে দুর্যোগপূর্ণ চারটি প্রদেশে বৃদ্ধি করা হয়েছে জরুরি অবস্থার মেয়াদ। সোমবারের (৬ ফেব্রুয়ারি) মধ্যে প্রতিবেশী দেশগুলোর কাছ থেকে সহযোগিতা পাবে চিলি। দক্ষ জনবল এবং বিশেষায়িত হেলিকপ্টারও দিচ্ছে প্রতিবেশী দেশগুলো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।