Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২২ মিনিটে ৫০টি চিলি ডগ খেলেন তিনি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০২১, ১২:০২ এএম

আপনাকে যদি বলা হয় ২২ মিনিটে কয়টি হট ডগ খেতে পারবেন? নিশ্চিয়ই কিছুক্ষণের জন্য চিন্তায় পড়ে যাবেন! তবে আপনি না পারলেও মাত্র ২২ মিনিটে ৫০টি ‘চিলি ডগ’ খেয়ে রেকর্ড গড়লেন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে এক নারী। এক বসায় ৫০টি ‘চিলি ডগ’ খেয়ে তাক লাগিয়ে দিয়েছেন মার্কিন নাগরিক মলি শুইয়্যেলার। রকফোর্ডের কর্ণার বার-এ একের পর এক চিলি ডগ খেয়ে চলছেন মলি। সেখানে থাকা সবাই তার খাওয়া উপভোগ করছেন। অনেকে অবাকও হচ্ছেন বটে। এমন করে ১৯ মিনিটের মাথায় ৪৪টি চিলি ডগ খেয়ে শেষ করেন নেন। এখানেই শেষ নয়, সাথে সাথেই আরও ৬টি দেওয়া হয়। তিন মিনিটে ওই ৬ চিলি ডগও স্বাভাবিকভাবেই খেয়ে ফেলেন তিনি। এর আগে ২০০৬ সালে প্রতিযোগী টিম ‘ইটার এক্স’ জানুস ৪৩টি খেতে সক্ষম হন। সবচেয়ে মজার ব্যাপার হলো যে কেউ ৪ ঘণ্টায় ১২ টি খেতে পারলে তার নাম কর্ণার বারের দেওয়াল ঝুলিয়ে দেওয়া হয়। ম্যানেজার জন ভানাম্যান বলেন, এ পর্যন্ত ৬ হাজার জনের নাম দেওয়ালে লিপিবদ্ধ আছে’। এই প্রতিযোগিতায় মলি শুইয়্যেলার চাইলে আবারও অংশ নিতে পারবেন বলেও জানান ম্যানেজার। নিউ ইয়র্ক পোস্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চিলি ডগ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ