Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় ‘নূরলদিনের সারাজীবন’ এর মঞ্চায়ন আজ

| প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বগুড়া অফিস : সৈয়দ শামসুল হকের ৮১তম জন্মদিনে আজ মঙ্গলবার বগুড়া থিয়েটার উডবার্ন পাবলিক মিলনায়তনে সন্ধে ৬টায় মঞ্চায়ন করবে নাটক ‘নূরলদিনের সারাজীবন’। বাংলা সাহিত্যের অসামান্য দিকপাল, সব্যসাচী লেখক সৈয়দ হক। তিনি বাংলা সাহিত্যের সর্বক্ষেত্রে সদম্ভে বিচরণ করেছেন। গত ২৭ সেপ্টম্বর মৃত্যুর পর এটিই তার প্রথম জন্মদিন উদযাপন। সব্যসাচী এই লেখকের সাথে বগুড়া থিয়েটারের ছিল আত্মিক সম্পর্ক। তিনি জীবিত থাকাকালীন দুবার বগুড়া থিয়েটার কার্যালয়ে এসেছেন ও মিলনায়তনে বসে বগুড়া থিয়েটার প্রযোজনা ‘নূরলদিনের সারাজীবন’ নাটকের মঞ্চায়ন দেখেছেন। বৃটিশ বিরোধী আন্দোলনে যে সকল বীর যোদ্ধাদের নাম ইতিহাসের পাতায় অমর হয়ে আছে তার মধ্যে নূরলদিন অন্যতম। তিনি বৃটিশ বেনিয়াদের বিরুদ্ধে রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, কুঁচবিহার প্রভৃতি অঞ্চলে শক্ত ঘাঁটি গড়ে তুলেছিলেন। তাঁর সাহসী নেতৃত্বই মূলত পরবর্তিতে অবিভক্ত ভারতবাসীর মনে স্বাধীনতার অগ্নি স্ফুলিঙ্গ ছড়িয়ে দিয়েছিল। এ কারণেই নূরলদিন স্বাধীনতাকামী সকল মানুষের কাছে আজো এক উজ্জ্বল উদাহরণ। বগুড়া থিয়েটারের ৬০ তম প্রযোজনা সৈয়দ হকের এই কাব্য নাটকে নির্দেশনা দিয়েছেন তৌফিকুল ইসলাম ইমন, আবহ নির্দেশনা দিয়েছেন রাহুল আনন্দ। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দ্বীন মোহাম্মদ দ্বীনু, কবির রহমান, ইউনুস খান, ফারুক হোসেন, রেহেনা আমিন, জিনিয়া ফারজানা প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বগুড়া

২২ ফেব্রুয়ারি, ২০২২
২১ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ