Inqilab Logo

শনিবার ০৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১, ০৩ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ভাষা আন্দোলনে নারী

| প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়’Ñ আর এই ভাষা রক্ষা করার আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত নারীদের অনবদ্য ভূমিকা ছিলো। নারী মানে মা, মেয়ে আর কন্যাসন্তানের সমন্বিত রূপ। যাদের ছাড়া হয় না কোনো উন্নতি বা অগ্রগতি, ভাষা আন্দোলনেও তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলো। বাঙালি জাতি ও বাংলা ভাষা আন্দোলনের ইতিহাস তথা বায়ান্নর ভাষা আন্দোলনের অবিস্মরণীয় ঘটনার জন্য, রাষ্ট্র ভাষা বাংলার দাবিতে জনতা যখন রাজপথে নেমে এসেছিল, তখন পুরুষের পাশাপাশি নারীরাও ছিলো। মিছিল, মিটিং, পোস্টারিং থেকে শুরু করে সবখানেই ছিলো নারীদের সক্রিয় অংশগ্রহণ। এই আন্দোলনের কারণে বহু নারী নানাভানে হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছিলো। তাই পুরুষের পাশাপাশি নারীদের অবদানের স্বীকৃতি দেওয়া হোক। তবেই ভাষা আন্দোলনের সাফল্যের সার্থকতা ফুটে উঠবে।


আয়েশা সিদ্দিকা
শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন