বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ

সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রংপুর জেলা সংবাদদাতা : রংপুরে ভাতিজাকে হত্যার দায়ে চাচাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ-ের আদেশ দিয়েছে আদালত। গতকাল (বুধবার) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক আবু জাফর মো: কামরুজ্জামান এ রায় দেন।
আদালত ও মামলা সূত্রে জানা গেছে, রংপুরের পীরগাছা উপজেলার গঙ্গা নারায়ণ এলাকার আনোয়ার হোসেনের সাথে রিনা বেগমের বিয়ে হয়। রিনা বেগম আনোয়ার হোসেনের দ্বিতীয় স্ত্রী ছিলেন। তাদের ৬ বছরের একটি পুত্রসন্তান ছিল। সন্তানের নাম রেজওয়ানুল ইসলাম। ২০০৭ সালের ১৫ মে রেজওয়ানুলের সৎ দাদউ নজিরন নেছা ওরফে খেরকি রেজওয়ানকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর রেজওয়ানের মা তার পুত্রকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে মাইকিং করে। কিন্তু তাকে কোথাও পাওয়া যায়নি। পরদিন পার্শ্ববর্তী একটি পুকুরে বালুর নিচে ঢাকা দেয়া অবস্থায় রেজওয়ানুলের লাশ পাওয়া যায়। রিনা বেগম পুত্র হত্যার ঘটনায় স্বামী আনোয়ার হোসেনের সৎভাই আসাদুল ইসলাম, তার মা নছিরন বেগম ও নাজমা বেগমকে আসামি করে পীরগাছা থানায় একটি মামলা করেন। মামলাটি পরে ডিবিতে স্থানান্তর করা হলে ডিবির এসআই আমিনুল ইসলাম তদন্ত শেষে ৩ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট প্রদান করেন। আদালত সাক্ষ্য প্রমাণ শেষে বুধবার রায় প্রদান করেন। রায়ে আসামি আসাদুল ইসলামকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ-ের আদেশ দেন। অপর দ্ইু আসামিকে খালাস প্রদান করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।