Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

চিঠিপত্র

চিঠিপত্র | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ান

শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় গরিব, অসহায় ও ছিন্নমূল মানুষের জীবন চরম দুর্ভোগে পড়েছে। শীতের আগমন তাদের কাছে অভিশাপের মতো। শীত নিবারণের জন্য সামান্য উপকরণ যোগাড় করতেও তারা ব্যর্থ। ফলে তীব্র শীতের মাঝেই মানবেতর জীবনযাপন করে। সাম্প্রতি দেখা গেছে, রাজধানীর পান্থপথ এলাকায় একজন মানুষ তীব্র শীতের মাঝে প্লাস্টিকের বস্তা মুড়িয়ে একটি চাটাইয়ের উপর শুয়ে আছে। এরকম অসংখ্য উদাহরণ রয়েছে আমাদের চারপাশে। বাংলাদেশের প্রতিটি রেলওয়ে স্টেশনে বহু মানুষ মানবেতর জীবনযাপন করছে। সামান্য একটা পাতলা কম্বল মুড়ি দিয়ে ঠান্ডা ফ্লোরেই শুয়ে রাত কাটাতে হচ্ছে তাদের। তাদের এ কষ্ট লাঘবের জন্য আসুন আমরা সবাই নিজেদের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াই।

জিসমুল হাসান
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন