Inqilab Logo

রোববার ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১, ১১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

হাতিয়ায় সিট্রাক চালু হোক

| প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২৩, ১২:০৫ এএম

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া। জেলা সদরের সাথে কোনো সড়ক যোগাযোগ না থাকায় যাতায়াতের জন্য নৌপথই একমাত্র ভরসা। নৌপথ নিয়ে দীর্ঘদিন ধরে কষ্ট করে আসছে এই দ্বীপের মানুষ। এখানে নদীপথে চলাচলের জন্য রয়েছে সিট্রাক, ট্রলার ও স্পিডবোট। সিট্রাক বন্ধ করে একটি কুচক্রী মহল নিজেদের পকেট ভারী করার জন্য ট্রলার চালু করে। ট্রলারের ভাড়া ২৫০ থেকে ৩০০ টাকা। যেখানে সিট্রাকের ভাড়া ছিল ১০০ থেকে ১২০ টাকা। এছাড়াও চলছে স্পিডবোটে চলে ভাড়ার প্রতিযোগিতা। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাট পর্যন্ত সময় লাগে ২৫ থেকে ৩০ মিনিট, ভাড়া ৫০০ টাকা! ৩০ মিনিটের পথের ভাড়া ৫০০ টাকা কীভাবে হয়? এত অল্প সময়ের দূরত্বে এতো বেশি ভাড়া নেয়ার নজির বাংলাদেশের আর কোথাও নেই। এর বাইরে এখানকার ঘাট কর্তৃপক্ষের অসদাচরণ তো আছেই। প্রশ্ন হচ্ছে, স্পিডবোটসহ ঘাট থেকে যে টিকিট দিয়ে যাত্রীদের কাছ থেকে টাকা নেওয়া হয়; সেই টিকিটের গায়ে টাকার পরিমাণ উল্লেখ থাকে না! বুঝাই যাচ্ছে, কোনো একটা জায়গায় সমস্যা আছে। বাংলাদেশের অন্য কোথাও ভাড়ার নামে এই রকম রমরমা ব্যবসা আর চলে না। এভাবে হাতিয়ার মানুষের কাছ থেকে একটি কুচক্রী মহল কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। হাতিয়ার মানুষের এমন অসহনীয় দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

ডা. তরিকুল ইসলাম শান্ত
নিঝুমদ্বীপ, হাতিয়া, নোয়াখালী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন