পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
উত্তরা ইউনিভার্সিটির পঞ্চম সমাবর্তনের লোগো উন্মোচন অনুষ্ঠানে বেনজীর আহমেদ, বিপিএম (বার), মহাপরিচালক, র্যাব ফোর্সেস বলেছেন, এ দেশ ও জাতিকে সামনে এগিয়ে নেয়ার জন্যে যে কাউকে ত্যাগ স্বীকারের জন্যে সামনে এগিয়ে আসতে হবে। সোমবার উত্তরা ইউনিভার্সিটির প্রধান মিলনায়তনে পঞ্চম সমানবর্তনের লোগো উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. আজিজুর রহমান। তিনি বলেন, মানসম্পন্ন উচ্চশিক্ষা বিস্তারে উত্তরা ইউনিভার্সিটি তার দায়িত্ব পালন করে যাচ্ছে, যার ধারাবাহিকতায় আগামী ৯ জানুয়ারি ২০১৭ তারিখে পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডক্টর ইয়াসমীন আরা লেখা সকলের উদ্দেশ্যে উত্তরা ইউনিভার্সিটির সামনে এগিয়ে চলার একটি সংক্ষিপ্ত চিত্র তুলে ধরেন। লোগো উন্মোচন অনুষ্ঠানে উত্তরা ইউনিভার্সিটির ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, রেজিস্ট্রার ও ইউনিভার্সিটির শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের কালচারাল অফিসার মিসেস সেলিনা সাজ্জাদ। অনুষ্ঠানের প্রধান অতিথি পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানের সাফল্য কামনা করে কেক কাটেন ও লোগো উন্মোচন করেন। স বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।