Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আর্জেন্টিনা দল আসা প্রসঙ্গ

| প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা ও ব্রাজিলদের প্রতি এদেশের কোটি ফুটবল ভক্ত-সমর্থকদের ভালোবাসার কোনো তুলনা হয় না। তাই মরুর বুকে বিশ্বকাপ জেতা লিওনেল মেসিদের বাংলাদেশে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। দেশের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, আগামী জুনে ফিফা উইন্ডোতে বাংলাদেশে আসছেন মেসিরা। তাদের বাংলাদেশে আনতে খরচ হবে প্রায় ১০০-২০০ কোটি টাকা। যেখানো বাংলাদেশের তৃণমূলের একজন ফুটবলারের বুট কেনার সামর্থ্য নেই, একটি ফুটবল কেনার সামর্থ্য নেই, সেখানে এতো অর্থ খরচ করে আর্জেন্টিনাকে আনা কোনোভাবেই সমীচীন নয়। আমরা মেসিদের বাংলাদেশে এনে রোলমডেল হতে চাই, কিন্তু একজন মেসি তৈরি করার স্বপ্ন দেখি না। তাদের বাংলাদেশের আনার এই অর্থ যদি বাংলাদেশের তৃণমূলের ফুটবলের উন্নয়নে ব্যায় করা হয় তবে নিঃসন্দেহে পাইপলাইন থেকে এমন অসংখ্য ক্ষুদে মেসি বেরিয়ে আসবে। হ্যাঁ, মেসি বাংলাদেশে আসুক আমরাও চাই। কিন্তু আগে নিজ দেশের ফুটবলে উন্নতি করা প্রয়োজন। আমরা যদি মনে করি বারবার মেসি বাংলাদেশে আসলে বাংলাদেশের ফুটবল কাঠামোর উন্নতি ঘটবে সেটি ভুল ভাবনা হবে। বরং আমাদের ভাবনা হওয়া উচিত আগামী ৫-১০ বছরে দেশের ফুটবল উন্নয়নে কাজ করে ফুটবলে নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া। আর তখন সফলতার সাথে আর্জেন্টিনাকে স্বাগতম জানানো যেতে পারে। আশা করি, বিষয়টি কর্তৃপক্ষ ভেবে দেখবেন।

মোহাম্মদ নাদের হোসেন ভূঁইয়া
শিক্ষার্থী, ফেনী সরকারি কলেজ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন