Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্পষ্ট অক্ষরে প্রেসক্রাইব করা হোক

| প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

বর্তমানে অসুস্থ মানুষ এবং তাদের স্বজনদের ভোগান্তির আরেক নাম ডাক্তারদের অস্পষ্ট প্রেসক্রিপশন। অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে, ফার্মাসিস্টরা ডাক্তারদের এমন অস্পষ্ট ও অগোছালো প্রেসক্রিপশন বুঝতে গিয়ে হিমশিম খায়। ফলে অনেক ক্ষেত্রে ভুল ঔষধ চলে যাওয়াটা স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। কেননা সামান্য বানানে এদিক-সেদিক হলে প্রোডাক্টের ব্র্যান্ড ও জেনেরিক নামের মধ্যে গোলযোগ পাকিয়ে যায়। এর ফলে রোগীর জীবনের ঝুঁকি বেড়ে যায়। এমনকি মৃত্যু হওয়াটাও অস্বাভাবিক হবে না। এক পরিসংখ্যানে জানা গেছে, প্রতি বছর শুধু যুক্তরাষ্ট্রে প্রায় ১৫ লাখ রোগী অসুস্থ হন প্রেসক্রিপশন ঘটিত বিভ্রান্তির কারণে। তাছাড়া প্রতিটি প্রেসক্রিপশনে অবশ্যই চিপ কমপ্লেইন, অন-এক্সামিন্যাশন, ড্রাগ হিসটোরি, ইনভেস্টিগেশন, রেফারাল সিস্টেম, এডভাইজ ইত্যাদি প্রয়োজন অনুযায়ী উল্লেখ করা অপরিহার্য। অতএব, এসব স্পষ্ট অক্ষরে লেখার ব্যবস্থা করা প্রয়োজন। অথবা কম্পিউটার টাইপে প্রেসক্রাইব করার ব্যবস্থা গ্রহণ করা হোক।

আবদুর রশীদ
ফার্মাসিস্ট, সাতকানিয়া, চট্টগ্রাম



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন