Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিউজিল্যান্ডের মাটিতে নতুন ইতিহাস রচনার প্রত্যয়

| প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : ওয়ানডেতে জয়ের সেঞ্চুরি পূর্ণ করেছে বাংলাদেশ দল ইতোমধ্যে। তবে ওয়ানডেতে দেশের মাটিতে দুর্বার বাংলাদেশ দলের সাফল্য বিদেশের মাটিতে ততোটা ভালো নয়। ১৬০টি ম্যাচে জয় মাত্র ৩৭টিতে। জিম্বাবুয়ে, কেনিয়া, আয়ারল্যান্ড, আফগানিস্তানের বিপক্ষে প্রত্যাশিত জয় ছাড়া বলার মতো জয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩টি, ইংল্যন্ডের বিপক্ষে ২টি, অস্ট্রেলিয়া, ভারত, দ.আফ্রিকা, পাকিস্তান,শ্রীলঙ্কার বিপক্ষে জয় ১টি করে। নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে ম্যাচে জয়ের অতীত নেই। স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে ৭টি ওয়ানডে ম্যাচের ৭টিতেই হেরেছে বাংলাদেশ দল। তবে ২০১৫ বিশ্বকাপ থেকে বদলে যাওয়া বাংলাদেশ দল পাকিস্তান, ভারত, দ.আফ্রিকার মতো ক্রিকেট পরাশক্তিদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে এখন দারুণ একটি দলে আবিভর্‚ত হয়েছে। যেই দলটি এবার নিউজিল্যান্ডে পা রেখে পাচ্ছে সমীহ। নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে টানা ৭ জয়, টানা ২টি সিরিজের ট্রফি জয়ের পাশে ২০১৫ বিশ্বকাপে নিউজিল্যান্ডের মাটিতে সর্বোচ্চ ২৮৮ স্কোরের নিকট অতীতটাই সাহসী করে তুলেছে বাংলাদেশ দলকে।
ওয়ানডে সিরিজের শুরুতে ক্রাইস্টচার্চে আজ অন্য বাংলাদেশকে দেখবে বিশ্ব, এমন আভাসই দিয়েছেন অধিনায়ক মাশরাফি। বদলে যাওয়া মানসিকতায় বাংলাদেশ এখন প্রতিপক্ষকে তাদের মাটিতে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়ার সাহস রাখে বলে বিশ্বাস বদ্ধমূল তার। ‘আমাদের মানসিকতা এখন আর আগের মতো নেই। আগে নেতিবাচক চিন্তা থাকতো, এখন তা নেই। খারাপ দিন এখনও আসতে পারে, তবে আমরা মানসিকভাবে ইতিবাচক আছি। এবার অন্য কিছু মনস্থির করে খেলতে এসেছি। নিউজিল্যান্ড এমন একটি জায়গা, যেখানে সব দলকেই ধুঁকতে হয়। তা মেনে নিয়েই আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে।’
তার ক্যাপ্টেনসির সর্বশেষ ২৯টি ওয়ানডে ম্যাচের ২১টিতে হেসেছে বাংলাদেশ। এই সিরিজে অবতীর্ণ হওয়ার পাশাপাশি র‌্যাংকিং পয়েন্টেও রাখতে হচ্ছে চোখ। ৩-০তে জিতলে বর্তমানে র‌্যাংকিংয়ে ছয়ে থাকা শ্রীলঙ্কাকে প্রায় ছুঁয়ে ফেলবে বাংলাদেশ। তখন বাংলাদেশের র‌্যাংকিং পয়েন্ট বেড়ে দাঁড়াবে ১০০ পয়েন্ট। ২-১এ জিতলে র‌্যাংকিং পয়েন্ট বেড়ে দাঁড়াবে ৯৭। আর ১-২ এ হেরে গেলে র‌্যাকিং পয়েন্ট থাকবে স্থির ( ৯৫ পয়েন্ট)। ০-৩এ হেরে গেলে ওয়ানডে র‌্যাংকিং পয়েন্ট ৪ হারাবে বাংলাদেশ, নেমে যাবে ৯১এ। প্রথম ৪টি ওয়ানডে সিরিজের সব ক’টি যেখানে বাংলাদেশ হেরে গেছে নিউজিল্যান্ডের কাছে, সেখানে শেষ ২টিতে বদলা নিয়েছে বাংলাদেশ। দিয়েছে বাংলাওয়াশের লজ্জা সময়ের সেরা তিন কিউই ক্রিকেটার রস টেলর, সাউদি, ট্রেন্ট বোল্টহীন নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের ছকই তাই আঁকছেন মাশরাফি। তবে সিরিজ শুরুর আগে র‌্যাংকিংয়ে চোখ রেখেও বাস্তবতার মুখোমুখি বাংলাদেশ অধিনায়ক। ‘এখানে এসে অধিকাংশ ম্যাচ জেতা কঠিন ব্যাপার। বেশিরভাগ ম্যাচ জেতা প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়াও এখানে এসে কঠিন প্রতিদ্ব›দ্বীতার মুখে পড়ে। এখানে সিরিজ জয় অন্য দেশগুলোর কাছেও স্বপ্ন। তাই আমরা যদি জয়ে সিরিজ শুরু করতে পারি, তাহলে তা দারুণ হবে।’
নিউজিল্যান্ড সফরকে সামনে রেখে অস্ট্রেলিয়ায় ৯ দিনের অনুশীলন সুবিধা পেয়েছে বাংলাদেশ। খেলেছে সিডনী সিক্সার্স এবং সিডনী থান্ডারের মতো বিগ ব্যাশের দুই দলের সঙ্গে। নিউজিল্যান্ডে পা রেখে ৫০ ওভারের অনুশীলন ম্যাচও খেলেছে বাংলাদেশ। মুস্তাফিজুরকে ফিরে পেয়ে, মেহেদী মিরাজের মতো অফ স্পিন অল রাউন্ডার হাতে মজুদ আছে যার, সেই অধিনায়ক তো দারুণ কিছুর স্বপ্ন দেখবেন, এটাই যে স্বাভাবিক। বাংলাদেশের ক্রিকেটে নুতন অধ্যায় রচনায় দিচ্ছেন নেতৃত্ব, পাচ্ছেন বাহবা। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার কন্ডিশনে প্রতিক‚ল উইকেটে বিশ্বকাপের মতো বড় আসরে অন্যভাবে বাংলাদেশ দল চিনিয়েছে। ভয়কে জয় করা তরুণদের হাত ধরে তাই আর ইতিহাস হোক রচিত, সেদিকে তাকিয়ে আজ ভোররাতে টিভি পর্দায় চোখ থাকবে সবার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিউজিল্যান্ড


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ