Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুটপাথ দখলমুক্ত হোক

| প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

সড়ক দুর্ঘটনা রোধ ও জনসাধারণের নিরাপদ চলাচলের জন্য রাস্তার পাশ দিয়ে তৈরি হয় ফুটপাত। কিন্তু সব শহরেই দেখা যায় অধিকাংশ ফুটপাত দখল করে আছে কিছু স্বার্থন্বাষী। বিশেষভাবে, কুমিল্লা জেলার কান্দিরপাড়, টমচমব্রিজ, রাজগঞ্জ এবং পদুয়ার বাজার এলাকার চিত্র প্রকট আকার ধারণ করেছে। সেখানে দেওয়া হয় চা-পান, ঝালমুড়ি, বস্ত্র, জুতা, ফল ও ফুলসহ হরেকরকম দোকান। এদেরকে পিছন থেকে সুরক্ষা দিচ্ছেন কিছু রাঘব-বোয়াল। ফলে সাধারণ মানুষ ফুটপাত ব্যবহার করতে পারছে না, বাড়ছে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি। তাই, ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

মোহাম্মদ আল-আমিন
শিক্ষার্থী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন