পবিত্র লাইলাতুল বরাত
আজ দিবাগত রাত পবিত্র লাইলাতুল বরাত। পরম করুণাময় আল্লাহতায়ালা তার বান্দাদের গুনাহ মাফ, বিপদমুক্তি ও
আমরা সকলেই একটি পরিবার ও সমাজে বসবাস করি। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকৎসা হচ্ছে প্রতিটি মানুষের মৌলিক চাহিদা ও সাংবিধানিক অধিকার। প্রতিটি শিশুই ব্যক্তি ও সামাজিক অধিকার নিয়ে জন্মগ্রহণ করেন। কিন্তু সকল শিশু এইসব অধিকার ভোগ করার সুযোগ পায় না। তন্মধ্যে পথশিশুরা অন্যতম। যাদের জন্ম ও বেড়ে ওঠা রেললাইন, বাসস্ট্যান্ড বা কোনো রাস্তার পাশে। সামান্য খাবারের জন্য ঘুড়ে বেড়ায় পথে-পান্তরে। মাঝেমধ্যে ক্ষুধা নিবারণের জন্য ডাস্টবিনের খাবারও মুখে দিতে হয়। এই তীব্র শীতে রাত পার করে মোটা কাপড়বিহীন সড়কের নোংরা জায়গায়। এরা আমাদেরই অংশ, তাই তাদের অবহেলা না করে ভালোভাবে বাঁচার সুযোগ করে দিন। এদের খাদ্য, বাসস্থান ও শিক্ষার ব্যবস্থা করার জন্য রাষ্ট্র ও সমাজকে একসাথে কাজ করতে হবে।
মোহাম্মদ আল-আমিন
শিক্ষার্থী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।