Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী র‌্যাবের হাতে গ্রেফতার

মাদারীপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২৩, ৪:৪৫ পিএম

বরিশালের বহুল আলোচিত সাখাওয়াত হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মো. সোহেল সরদারকে (৩০) গ্রেফতার করেছে মাদারীপুর র‌্যাব। গ্রেফতারকৃত সোহেল সরদার বরিশালের হিজলা উপজেলার নরসিংহপুর গ্রামের মো.সিদ্দিক সরদারের ছেলে।

মঙ্গলবার দুপুরে র‌্যাবের দেয়া প্রেসরিলিস সূত্রে জানা গেছে, মাদারীপুর র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক আবু ছালেহ আনছার উদ্দিনের নেতৃত্বে সোমবার রাতে শরীয়াতপুরের নড়িয়া থানার রাজনগর ইউনিয়নের মালথ বেপারী কান্দী গ্রাম থেকে সোহেলকে গ্রেফতার করা হয়। মাদারীপুর র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক আবু ছালেহ আনছার উদ্দিন জানান, কয়েক বছর আগে হিজলা উপজেলায় প্রকাশ্যে সাখাওয়াত নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে সোহেল। এই ঘটনায় বরিশাল আদালতে মামলা হলে আদালত তাকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে। এরপর থেকেই সোহেল পলাতক ছিলো।
তিনি আরো জানান, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সোহেলকে বরিশালের হিজলা থানা পুলিশের নিকট হস্তান্তর করার প্রক্রিয়া চলমান রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ