Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যাংককে নৌকার ইঞ্জিন বিস্ফোরণে আহত ৫৮

প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যাত্রীবাহী ওয়াটার ট্যাক্সির ইঞ্জিন বিস্ফোরণে অন্তত ৫৮ জন আহত হয়েছেন। ট্যাক্সিটি জেটিতে ভেড়ানোর সময় বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে বলে গত শনিবার জানিয়েছে বিবিসি। আহত অধিকাংশের শরীরের অংশবিশেষ পুড়ে গেলেও তাদের আঘাত মারাত্মক নয় বলে জানিয়েছে পুলিশ। তবে বিস্ফোরণের ধাক্কায় উড়ে আসা বস্তুর আঘাতে আহত অন্তত দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। জ্বালানি লিকের কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ব্যাংককের খালগুলোতে ওয়াটার ট্যাক্সি চলাচল করে। ট্র্যাফিক জ্যামের এই শহরটিতে ওয়াটার ট্যাক্সি জনপ্রিয় বাহন। খাও সোড সংবাদপত্রের পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, যাত্রীভর্তি নৌকাটি পূর্ব ব্যাংককের ওয়াট থেপ লিলা জেটির দিকে এগিয়ে যাচ্ছে, নৌকার পেছনটি কালো ধোঁয়ায় ছেয়ে আছে। জেটিতে ভেড়ার পর কী ঘটতে যাচ্ছে তা আগাম বুঝতে না পেরে একদল যাত্রী ট্যাক্সিটিতে ওঠার চেষ্টাকালে ইঞ্জিনে বিস্ফোরণ ঘটে। এ সময় আত্মরক্ষায় বহু মানুষ জেটির ওপর শুয়ে পড়ে। আহতদের মধ্যে দুজন মিয়ানমারের ও এক জাপানি নাগরিক রয়েছেন বলে এরাওয়ান জরুরি মেডিক্যাল কেন্দ্র জানিয়েছে।
খাও সোড জানিয়েছে, নৌকাটি ডিজেল ও সিএনজিতে চলত। তবে ওয়াটার ট্যাক্সি পরিচালনাকারী কোম্পানি শুধু ডিজেল ব্যবহার করার কথা জানিয়েছে। তদন্তে বিষয়টি পরিষ্কার হবে জানিয়েছে খাও সোড। ২০১২ সালের তথ্যানুযায়ী প্রতিদিন ব্যাংককের এক লাখেরও বেশি মানুষ খালে চলাচলকারী নৌকা (ওয়াটার ট্যাক্সি) ব্যবহার করে। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্যাংককে নৌকার ইঞ্জিন বিস্ফোরণে আহত ৫৮
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ