Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোলাম আকবর খোন্দকারের নামে মিথ্যা মামলায় হয়রানীর প্রতিবাদ মির্জা ফখরুলের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০২৩, ৮:০২ পিএম

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিরের সদস্য গোলাম আকবর খোন্দকারের নামে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করে হয়রানী করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৩ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, বিএনপি’র শান্তিপূর্ণ কর্মসূচী স্তব্দ করতে প্রতিনিয়ত গায়েবী ও মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে। প্রতিহিংসার বশবর্তী হয়ে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের এই সরকারের রুটিন ওয়ার্ক। গ্যাসের দাম কমানোর দাবিতে গত ১৬ জানুয়ারি চট্টগ্রামে বিএনপি’র সমাবেশে পুলিশকে দিয়ে হামলা করিয়ে এখন আবার নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে জুলুমবাজ সমরকার। তাদের নিষ্ঠুর নির্যাতন ও অপকর্মের মূল লক্ষ্যই হচ্ছে ক্ষমতাকে চিরস্থায়ী করা। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন থেকে দূরে রাখতে বিএনপি’র নেতা-কর্মীদের মিথ্যা মামলায় হয়রানী করছে।

বিএনপি মহাসচিব বলেন, মানুষের রাজনীতি করার নূন্যতম অধিকারটুকুও কেড়ে নিয়েছে গণতন্ত্র বিরোধী সরকার। আইনশৃঙ্খলাবাহিনী কর্তৃক বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে বানোয়াট, ভিত্তিহীন ও রাজনৈতিক হীন উদ্দেশ্য প্রণোদিত মামলা দায়ের এবং তাদের ওপর নির্যাতনের ঘটনা এখন মাত্রাতিরিক্ত আকার ধারণ করেছে। একজন স্বচ্ছ ও পরিছন্ন রাজনীতিবিদ, মুক্তমনের রাজনীতিবিদ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য গোলাম আকবর খোন্দকারের নামে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের তারই অন্যতম উদাহরণ মাত্র।

বিএনপি মহাসচিব গোলাম আকবর খোন্দকারসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মির্জা ফখরুল

২১ ফেব্রুয়ারি, ২০২৩
২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ