Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সীতাকুণ্ডে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারিসহ গ্রেফতার পাঁচ জন

সীতাকুণ্ড( চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০২৩, ৬:৪৩ পিএম | আপডেট : ৬:৪৫ পিএম, ২৩ জানুয়ারি, ২০২৩

সীতাকুণ্ডে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারিসহ পাঁচজনকে গ্রেফতার করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। আজ(২৩ জানুয়ারি) সোমবার গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ
করা হয়েছে বলে থানা সূত্রে জানাগেছে। পুলিশ জানায়(২২ জানুয়ারি) ভোররাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড থানাধীন পৌরসভাস্থ বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে শ্যামলী বাস কাউন্টারের সামনে সড়কে পুলিশ অভিযান চালান। এসময় বিশেষ কায়দায় হ্যান্ড ক্রাচ ওয়াকিংয়ে রক্ষিত ৪৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ জয়পুরহাট জেলার বালিঘাটা ইউনিয়নের বীরনগর গ্রামের বাসিন্দা ফরিদ উদ্দিন প্রকাশ ব্লু মুন্সির ছেলে প্রতিবন্ধী ব্যক্তি মোহাম্মদ কামাল উদ্দিন (৪২) কে গ্রেফতার করে। একই রাতে সীতাকুণ্ড মহালঙ্গা গ্রামের বাসিন্দা আব্দুস ছোবহানের ছেলে পরোয়ানাভক্ত আসামি মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়। অপরদিকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বারৈয়াঢালা ইউনিয়নের মহালঙ্গা দেলু মিস্ত্রির বাড়ীর বাসিন্দা জেবল হোসেন এর ছেলে নারী ও শিশু নির্যাতন মামলার পরোয়ানাভুক্ত আসামি বাহার উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ । এছাড়া সোনাইছড়ি ইউনিয়নের আব্দুল মান্নামের ছেলে পরোয়ানাভুক্ত আসামি মোহাম্মদ আরিফ হোসেন (২১) ও উত্তর সলিমপুর জাফরাবাদের বাসিন্দা মৃত লাল মিয়ার ছেলে পরোয়ানাভুক্ত আসামি মোহাম্মদ মাসুদ রানার ছেলেসহ মোট ৫ জনকে গ্রেফতার করে থানা পুলিশ। এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ জানান গ্রেফতারকৃত আসামিদের আজ (২৩ জানুয়ারি) সোমবার চট্টগ্রাম আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তারিখঃ- ২৩/০১/২০২৩



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ