Inqilab Logo

শনিবার ০৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১, ০৩ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

চিঠিপত্র

| প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

জৌলুস হারাচ্ছে বিপিএল

দেশের ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি আসর বিপিএল। এটি হলো পাইপলাইনে থাকা ক্রিকেটাদের পরীক্ষার সর্বশেষ স্তর। এই স্তরে যারা যোগ্যতার পরিচয় দিতে সক্ষম হবে তারা পরবর্তীতে সুযোগ পাবে জাতীয় দলে। বর্তমানে নবম আসর চলছে বিপিএলের। কিন্তু কেন জানি এর প্রতি মানুষের আগ্রহ ক্রমেই তলানির দিকে যাচ্ছে। প্রথম দিকের কয়েকটি আসর নিয়ে জনমনে বেশ আলোড়ন ছিল। দিনে দিনে সেটা যেখানে বৃদ্ধি পাওয়ার কথা, কিন্তু সেটি হচ্ছে না। বরং এবারের চলমান বিপিএলের নবম আসর নিয়ে খুব একটা আগ্রহ দেখা যাচ্ছে না সাধারণ মানুষের মধ্যে। পাশের দেশ ভারতের আইপিএল নিয়ে বাংলাদেশে যে উত্তেজনা দেখা যায় তার ১ শতাংশও বিপিএল নিয়ে নেই। চট্টগ্রামে বিপিএলের প্রথমদিন শুক্রবার মাঠে এসেছিলেন ৮-১০ হাজার দর্শক। কমতে কমতে এখন তা তিন থেকে চার হাজারে দাঁড়িয়েছে। তার মানে দর্শক মুখ ফিরিয়ে নিচ্ছেন বিপিএল থেকে। এর পেছনে কিছু বিশেষ কারণ রয়েছে। প্রধানত তথ্য প্রযুক্তির উন্নয়নের সাথে বিশ্ব ক্রিকেটে বইছে উন্নতির হাওয়া। এছাড়া রয়েছে বিদেশি খেলোয়াড়দের সাথে দীর্ঘমেয়াদি চুক্তির ব্যর্থতা। বিদেশি খেলোয়াড়দের অধিক মূল্য দিয়ে কেনা, কিন্তু বাংলাদেশিদের কম মূল্য দেয়ার অভিযোগও আছে। রয়েছে দলগুলোর নেট অনুশীলনে সমস্যা, মাঠের স্বল্পতার কারণে এক মাঠে করতে হচ্ছে সব দলের অনুশীলন। যা খেলোয়াড়দের মানসিকতায় নেতিবাচক প্রভাব ফেলছে। আশা করি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিষয় গুলোতে সুনজর দেবে।

মোহাম্মদ নাদের হোসেন ভূঁইয়া
শিক্ষার্থী, ফেনী সরকারি কলেজ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন