বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পদ্মা নদীতে জেলের জালে ২৫ কেজির বিশাল বাঘাইড় মাছ ধরা পড়েছে। গতকাল পদ্মা নদীর মানিকগঞ্জের বাল্লা এলাকা হতে জেলে রঞ্জিত হালদার মাছটি ধরেন।
জানা যায়, মাছটি বিক্রির জন্য জেলে রঞ্জিত দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহানের সাথে যোগাযোগ করেন। স্থানীয় মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান জেলের কাছ থেকে ১ হাজার ১০০ টাকা কেজি দরে মোট ২৭ হাজার ৫০০ টাকায় কিনেন। জেলে রঞ্জিত হালদার জানান, প্রতিদিনের মতো তারা গত শনিবার সারারাত পদ্মায় জাল ফেলে মাছ ধরার চেষ্টা করেন। কিন্তু সারারাত কোন মাছের দেখা মেলেনি। গতকাল ভোরের দিকে বাঘাইড় মাছটি জালে ধরা পড়ে। সে মাছটি বিক্রিও করেছি ভালো দামে।
মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান বলেন, পদ্মার বড় মাছের চাহিদা বেশি। মাছটি ১১শ’ টাকা কেজি ধরে কিনে পরে কিছু লাভে ১২শ’ টাকা কেজি দরে মোট ৩০ হাজার টাকায় ঢাকার ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিয়েছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।