Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

জাতীয় অ্যাথলেটিক্সের সেরা সেনাবাহিনীই

| প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : নতুন কোনো জাতীয় রেকর্ড হয়নি। তাই রেকর্ডবিহীনই শেষ হলো জয়যাত্রা ফাউন্ডেশন ৪০তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। আগের আসরের মতোই এবারো প্রতিযোগিতায় সেরার খেতাব জিতেছে বাংলাদেশ সেনাবাহিনী। তারা ১৯ স্বর্ণ, ১৯ রৌপ্য ও ১৩টি ব্রোঞ্জসহ মোট ৫১টি পদক জিতে শ্রেষ্ঠত্ব ধরে রাখে। বাংলাদেশ নৌবাহিনী ১১ স্বর্ণ, ১১ রৌপ্য ও ৪ ব্রোঞ্জসহ ২৬টি পদক জিতে রানার্সআপ হয়। দুই স্বর্ণ, দুই রৌপ্য ও দুই ব্রোঞ্জসহ ছয়টি পদক জিতে তৃতীয়স্থান পায় বর্ডার গার্ড বাংলাদেশ। গতকাল বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের সভাপতি এ এস এম আলী কবির। এ সময় বিশেষ অতিথি ছিলেন জয়যাত্রা ফাউন্ডেশনের চেয়ারপারসন হেলেনা জাহাঙ্গীর। আরো উপস্থিত ছিলেন অ্যাথলেটিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো: ইব্রাহীম চেঙ্গিসসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শুরুতেই আসরের দ্রæততম মানব মেজবাহ আহমেদ ও মানবী শিরিন আক্তারকে ১০ হাজার টাকা করে প্রাইজমানি দেয় পৃষ্ঠপোষক জয়যাত্রা ফাউন্ডেশন। পরে চ্যাম্পিয়ন সেনাবাহিনী ও রানার্সআপ নৌবাহিনীর হাতে ট্রফি তুলে দেয়া হয়। এবারের জাতীয় অ্যাথলেটিক্সে দেশের ৬৪ জেলা, ৮ বিভাগ, বিশ্ববিদ্যালয়, শিক্ষাবোর্ড, বিকেএসপি ও সকল বাহিনীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৪০০ জন (পুরুষ ও মহিলা) অ্যাথলেট অংশ নেন। প্রতিযোগিরা দুই গ্রæপে ৩৬টি ইভেন্টে খেলেন। যার মধ্যে পুরুষদের ২২ ও মহিলাদের ১৪টি ইভেন্ট ছিল।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয়


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ