বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাইকেল চুরির সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এক ব্যাক্তিকে হাতেনাতে আটক করেছে শিক্ষার্থীরা। শনিবার (২১জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। পরে শিক্ষার্থীরা তাকে বিশ্ববিদ্যালয়ের প্রসাশনের কাছে সোপর্দ করে।
আটককৃত চোরের নাম মো: আজিবর। তার বাড়ি মেহেরচ-ী এলাকার বাগানপাড়ায়। সে রাজমিস্ত্রীর কাজ করে।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে সাইকেল চুরির সময় চোরকে হাতেনাতে আটক করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা তাকে মারধর করে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি এবং পুলিশ তাকে উদ্ধার করে প্রক্টর দপ্তরে নিয়ে যায়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, আজ (শনিবার) দুপুরে সাইকেল চুরির সময় শিক্ষার্থীরা এক ব্যক্তিকে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় সে আজ সকালে আরও একটি সাইকেল চুরি করেছে। তার দেওয়া তথ্য অনুযায়ী সাইকেলটি উদ্ধার করা হয়েছে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
মতিহার থানার ওসি হাফিজুর রহমান বলেন, আসামী আমাদের হেফাজতে আছে তবে এখনো কোনো মামলা হয়নি। মামলা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।