Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বগুড়ার জিয়া মেডিকেলের ১ মোবাইল চোর হাতেনাতে আটক

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০২১, ৮:০৬ পিএম | আপডেট : ৮:০৯ পিএম, ৪ অক্টোবর, ২০২১


অবশেষে হাতেনাতে ধরা পড়লো বগুড়ার জিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মোবাইল চোর সিন্ডিকেটের ১ চোর। ধৃত চোরের নাম রেজাউল (৫০)।তার বাড়ি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি হাট শেরপুরে। তিন মাস ধরে সে মেডিকেলের আশেপাশে অবস্থান করে রোগী ও তাদের স্বজনদের মোবাইল, টাকা, মুল্যবান জিনিস চুরি করে আসছিল।
মেডিকেল ফাঁড়ির পুলিশ জানায়, সকালের দিকে জহুরুল ফিমেল ওয়ার্ডের লাইলী নামের এক রোগীর মোবাইল চুরি করে সটকে পড়ার
সময় সাহিদা নামের এক নারী দেখে ফেলে। তার চিৎকারে সবাই মিলে ধাওয়া করে ধরে ফেলে। তাকে উত্তম মধ্যম দেওয়া হচ্ছে মর্মে খবর পেয়ে মেডিকেল ফাঁড়ির পুলিশ তাকে হেফাজতে নেয়।
তবে পুলিশের কাছে মোবাইল চোর সিন্ডিকেট সম্পর্কে মুখ খোলেনি। ভুক্তভোগীরা জানায়, বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে শতাধিক মোবাইল ও টাকা চুরির ঘটনা ঘটেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চোর আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ