Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদপুরে চোরাই মোটরসাইকেলসহ আটক ৫

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ৪:৩০ পিএম

ফরিদপুরে চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের মূলহোতা শামীম মাতুব্বরসহ (২১) পাঁচ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে আজ রবিবার (২৬ সেপ্টেম্বর) কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং -৮৩।

অন্য আটককৃতরা হলেন, হাসিবুল হাসান (২২), তানজিল ইসলাম শান্ত (২৪), আসিব খাঁন ওরফে টগর (২০) ও শান্ত ইসলাম (২০)।

রবিবার দুপুরে ফরিদপুরের পুলিশ সুপার কার্যালয়ে জেলা পুলিশের এক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, ফরিদপুর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের সাথে সম্পৃক্ত। এসময় অভিযান চালিয়ে তাদের কাছে থেকে চারটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের আজ দুপুরে কোর্টে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চোর আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ