Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে জিরো ট্রলারেন্স নিয়ে কাজ করছেন-দুদক কমিশনার

| প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা : দুর্নীতি দমন কমিশন (দুদক) এর কমিশনার ড. নাসীরউদ্দিন আহমেদ বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা দারিদ্র্য ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ শুরু করেছিলেন। আমরা সেই লক্ষ্যেই কাজ করব। প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে জিরো ট্রলারেন্স নিয়ে কাজ করছেন, যা বাস্তবায়ন করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। শনিবার দুপুরে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দুদক কমিশনার ড. নাসীরউদ্দিন আহমেদ এ কথা বলেন।
তিনি আরও বলেন, আমারা নতুন কিছু করতে চাই। সততা নিয়ে সরকারি কর্মকর্তাদের নতুন পথে হাটতে হবে। জনগনকে দুর্নীতির বিরূদ্ধে অবস্থান নিতে হবে। প্রতিটি অফিসে হেল্পডেক্স চালু করতে হবে। আগামী এক মাসের মধ্যে হেল্পডেক্স চালু না করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন- এমন সেøাগান নিয়ে কলাপাড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মঞ্জুরুল আহসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের বরিশাল বিভাগীয় পরিচালক আক্তার হোসেন, জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক সিদ্দিক, জেলা অতিরিক্ত পুলিশ সুপার ফয়েজ আহম্মেদ, উপজেলা পরিষদ চেয়্যারমান আব্দুল মোতালেব তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার এবিএম সাদিকুর রহমান, কলাপাড়া ও রাঙ্গাবালী অতিরিক্ত পুলিশ সুপার মাইনুল হক, কলাপাড়া পৌর মেয়র বাবু বিপুল চন্দ্র হাওলাদার, কুয়াকাটা পৌর মেয়র আবদুল বারেক মোল্লা, উপজেলা ভাইস চেয়্যারমান মোস্তফা কামাল। এছাড়া মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি ও দুর্নীতি দমন কমিশনের উপজেলা শাখার সাধারন সম্পাদক মেজবাহ উদ্দিন মাননু, পটুয়াখালী জেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ। এ মতবিনিময় সভায় সরকারী বে-সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্থানীয় সুশিল সমাজ, বিভিন্ন গণমাধ্যকর্মীরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কমিশনার

২৬ ফেব্রুয়ারি, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ