Inqilab Logo

রোববার ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১, ১১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

চিঠিপত্র

| প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

হুমকির মুখে ফসলি জমি

দেশের মোট জনসংখ্যার তুলনায় ফসলি জমির পরিমাণ আনুপাতিক হারে কম হলেও এর মধ্যেই আবার চলছে ব্যাপক পরিমাণে ফসলি জমি ধ্বংসের কাজ। যার চূড়ান্ত রূপধারণ করেছে বগুড়া জেলার ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের বহালগাছা মৌজাধীন ফসলী/আবাদী জমিগুলোতে। এই এলাকার ফসলী জমি অসাধু ভূমি ব্যবসায়ীরা সুবিধামতো ক্রয় করে ভূমির মাটি ইট ভাটা মালিক ও অন্যান্য খাতে বিক্রয় করে দিচ্ছেন। জমিগুলো ক্রয়ের পর সেখান থেকে অনেক বেশি মাটি বিক্রির ফলে সেই জমিসহ আশেপাশের জমিগুলো আবাদ/চাষের স্বকীয়তা হারাচ্ছে। গ্রাম পাড়া/মহল্লার রাস্তাগুলো দিয়ে ভারী ট্রাক্টরে করে মাটি পরিবহনের ফলে রাস্তাগুলোর বেহাল দশার তৈরি হয়েছে, রাস্তায় অধিক পরিমাণ ধুলো, ভঙ্গুর ও প্রায় যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে এলাকার সাধারণ কৃষক ও ভূমি মালিকদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী একাধিকবার সম্মিলিতভাবে স্থানীয় প্রশাসন বরাবরে আবেদন করে সমাধান চেয়েছেন। কিন্তু তাতেও প্রতিকার মিলছে না। তাই, বগুড়া জেলা ও ধুনট উপজেলার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি বিশেষভাবে পর্যবেক্ষণ করে যথাযথ ব্যাবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।

মো. হাবিব হাসান মহন
শিক্ষার্থী, ঢাকা কলেজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন