পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কর্পোরেট ডেস্ক : আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম দশমিক ২ শতাংশ কমেছে। এ নিয়ে টানা তিনদিনের ও বেশি নিম্নমুখী প্রবণতা পার করল আন্তর্জাতিক স্বর্ণের বাজার। নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জের (নিমেক্স) কোমেক্স ডিভিশনে গত বৃহস্পতিবার ২ দশমিক ৫ ডলার কমে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয়েছে ১ হাজার ১৩০ দশমিক ৭ ডলারে। এর আগে গত মঙ্গল ও বুধবার নিম্নমুখী ছিল ধাতুটির বাজার। সব মিলিয়ে এ সপ্তাহে স্বর্ণের দাম কমেছে দশমিক ৫ শতাংশ। যদি শুক্রবারও আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমতির দিকে থাকে, তাহলে এ নিয়ে টানা সাত সপ্তাহ পণ্যটির দাম নিম্নমুখী থাকবে। আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুটির দরপতনে সবচেয়ে প্রভাব বিস্তার করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর থেকেই প্রত্যাশিতভাবে স্বর্ণের দাম কমে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।