মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, প্রায় বছরব্যাপী অভিযানে সামরিক বিপর্যয় সত্ত্বেও ইউক্রেনে মস্কো বিজয়ী হবেই এবং তাতে ‘কোনও সন্দেহ নেই।’ বুধবার রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গে একটি কারখানায় শ্রমিকদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেছেন।
প্রেসিডেন্ট পুতিন গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলার নির্দেশ দেন। হামলার কয়েক মাস পর ইউক্রেনের পাল্টা হামলার মুখে পিছু হটে রুশ বাহিনী। গত বছরের শেষ দিকে ইউক্রেনের কিছু এলাকায় পুনরায় দখল করতে থাকে রাশিয়া।
বুধবার পুতিন বলেছেন, বেশ কয়েকটি সামরিক পরাজয় সত্ত্বেও বিজয় ‘নিশ্চিত ছিল, এতে আমার কোনো সন্দেহ নেই।’
তিনি বলেছেন, ‘রাশিয়ার জনগণের ঐক্য ও সংহতি, আমাদের যোদ্ধাদের সাহস ও বীরত্ব এবং অবশ্যই সামরিক শিল্পের কর্মকাণ্ড বিজয় নিশ্চিত করবে।’
রাশিয়ার প্রতিরক্ষা শিল্পের প্রশংসা করে তিনি বলেছেন, ‘আমাদের নির্ভর করার কিছু আছে এবং এটি অবশ্যই অনুপ্রাণিত করছে যে, বিজয় আমাদের হবে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।