Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সীতাকুণ্ডে দুই কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার, গ্রেপ্তার ২

সীতাকুণ্ড(চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২৩, ৯:৩০ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভাস্থ বাসষ্ট্যান্ড এলাকায় তল্লাশী চালিয়ে এক কোটি ৭০ লাখ টাকার স্বর্ণের বারসহ দুই জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আজ( ১৮ জানুয়ারি) বুধবার পৌরসদর বাসষ্ট্যান্ড এলাকায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশী করে তাদের জুতোর ভিতরে বিশেষ কায়দায় রাখা ২০টি স্বর্ণের বার (ওজন ২৩৩২.১১ গ্রাম) উদ্ধার করা হয়। এসময় তাদের দুজনকেই গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন চট্টগ্রামের বাঁশখালী থানার কালীপুর ইউনিয়নের পালেগ্রামের মৃত শশাংক পালের ছেলে রতন পাল (৬০)ও চট্টগ্রাম আনোয়ারা থানার চাতরী ইউনিয়নের কৈনপুরা গ্রামের পাল পাড়ার সুনীল পালের ছেলে বাসু পাল প্রকাশ সুমন (৩৫)। এঘটনায় এদিন বিকালে থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে। তবে তারা বর্তমানে বসবাস করছেন চট্টগ্রামের কোতয়ালী থানাধীন পাথরঘাটা নজুমিয়া লেইনে। থানা সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ড পৌরসভাধীন বুধবার সকাল ৮টার দিকে থানা পুলিশের একটি টিম যানজট নিরসনের লক্ষ্যে পৌরসদর বাসষ্ট্যান্ড এলাকায় পৌছান। এসময় পৌরসদর বাস ষ্ট্যান্ডে সংবাদপত্র লেখা একটি মাইক্রোবাস থেকে নেমে একটি বাস কাউন্টারে বসে দুই স্বর্ণ পাচারকারী উপরোক্ত রতন পাল ও সুমন । তাদের চলা ফেরা সন্দেহজনক হলে তাদের কাছে ইয়াবা আছে সন্দেহ করে সেখানে দায়িত্বরত এস.আই পাপেল রায় সঙ্গীয় ফোর্স নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন। এক পর্যায়ে তারা স্বীকার করে যে তাদের জুতার ভেতরে স্বর্ণের বার রয়েছে। এসময় এস.আই পাপেল রায় ঘটনাটি সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদকে জানালে তখন তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়ে সেগুলো উদ্ধার করেন। পরে থানায় এনে জুতোর ভেতর থেকে ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এসব স্বর্ণের বারের ওজন ২৩৩২.১১ গ্রাম। সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ জানান, এদিন সকাল থেকেই থানার এস.আই পাপেলসহ সঙ্গীয় ফোর্স নিয়ে যানজট নিরসনে পৌরসদর বাস ষ্ট্যান্ডে যান। তখন সেখানের দুই ব্যক্তিকে সন্দেহভাজন মনে হলে তাদের কাছে ইয়াবা আছে মনে করে জিজ্ঞাসাবাদ করলে এসময় তারা স্বীকার করে যে তাদের কাছে স্বর্ণের বার রয়েছে। পরে জুতার ভেতর থেকে এক কোটি ৭০ লাখ টাকা মূল্যের ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ বিষয়ে আজ বুধবার বিকালে সীতাকুণ্ড মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে ওসি জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ