Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টেকনাফে স্কুলছাত্রীকে এক ঘণ্টার মধ্যে উদ্ধার, থানায় মামলা

প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

টেকনাফ উপজেলা সংবাদদাতা : কক্সবাজারের টেকনাফে অপহরণের প্রায় এক ঘণ্টা পর এক ছাত্রীকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় জনতার সহযোগিতায় উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল আটটায় উপজেলার সদর ইউনিয়নের মহেষখালীপাড়া আল মনছুর হ্যাচারী সংলগ্ন এলাকার সৈকত থেকে তাকে উদ্ধার করা হয়।
জানা যায়, স্কুলে আসা-যাওয়ার সময় টেকনাফ পৌরসভার কুলালপাড়ার নুরুল আমিনের ছেলে মো. আরফাত নামের এক যুবক নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল। গতকাল সকাল সাতটার দিকে টেকনাফ সদর ইউনিয়নের শীলবনিয়াপাড়া বাড়ি থেকে স্কুলে যাওয়ার জন্য পৌরসভার ডেইলপাড়ার রাস্তার মাথা নামক এলাকায় পৌছার পর আরফাত তার লোকজন নিয়ে একটি প্রাইভেট কার তাদের গতিরোধ করে সঙ্গে থাকা আব্দুল গফফারকে (৬৫) বেদম প্রহার করে ওই ছাত্রীকে টেনেহিঁচড়ে গাড়িতে তুলে অপহরণ করে নিয়ে যায়। পরে আব্দুল গফফার বিষয়টি পরিবারকে জানালে স্থানীয় পুলিশ ও বিজিবিকে অবহিত করে ছাত্রীর পরিবার। ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যাবার সময় সে চিৎকার করতে থাকলে মহেষখালীয়াপাড়া সৈকত এলাকার বালুর চরে গিয়ে গাড়িটি আটকে যায়। গাড়ির ভেতর থেকে একটি মেয়ের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসলে অপহরণকারীরা পালিয়ে যায়। এ ঘটনার প্রায় এক ঘণ্টা পর সৈকত এলাকা থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয়। সে টেকনাফ বর্ডার গার্ড পাবলিক স্কুলের ৮ম শ্রেণীর ছাত্রী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টেকনাফে স্কুলছাত্রীকে এক ঘণ্টার মধ্যে উদ্ধার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ